ভয়-ডর নাই এবার, হাতে উলঙ্গ তরবারী
খুনের নেশায় মত্ত ক্ষুর, উঠছে ঝিলিক মারি
কাফনের বর্ম পরে গায়ে, শক্ত পায়ে
বিস্ফোরণে দগ্ধ করবো রক্ত আদায়ে
প্রাণের কোঠা শূণ্য হোক, ক্ষেত্র হবে রঙ্গিন
বিজয় ডেকে আনবো বাজিয়ে উল্লাসে বীণ।
দূর্নীতিতে বাজিমাত দেখানো খেলোয়াড়
প্রাপ্ত ঘুষে যে খুশিতে বাকিয়েছে ঘাড়
ঠকিয়েছে মিসকিন, তার প্রাপ্য বস্ত্র-আহার
ক্ষমতার আগুনে পুড়িয়ে করে ছারখার,
আয়! রণক্ষেত্রে বিজয়ের সাপুড়ে সাজি
প্রাণ দিবি; মোর নিলে শহিদ নয় করবি গাজী।