মুষলধা‌রে সুরে সু‌রে রহম নাম‌ছে;
'বৃক্ষরা‌জি' শীতল জ‌লে ধু‌য়ে দি‌চ্ছে
ভি‌জি‌য়ে যা‌চ্ছে খরায় পোড়া ভ‌ূ‌মি‌কে—
ত‌বুও কে‌নো ভেজা‌চ্ছে না তোমা‌কে!
ক‌ঠিন হৃদয় নরম হয় না, শীতল হয় না
‌ভিজ‌তে চায় না রহ‌মের এই কোমল জ‌লে?

তোমার ম‌নের রূঢ় ভাষা, শব্দ কে‌নো?
রসহীনা আর এতো রুক্ষ তোমার প্রাণ'ও!
বৃ‌ষ্টির মি‌ষ্টি এ সুর কর‌তে পা‌রো নকল,
রহম তোমার বুক'ও তা‌তে কর‌‌বে দখল—
শা‌ন্তি-সু‌খের বন্যা ব‌য়ে যা‌বে বু‌কে,
তখন বৃ‌ষ্টি  চুমু দে‌বে এসে চো‌খে।