প্রবাসীরা প্রাণী নহে, প্রাণ জোড়ানো মেশিন
নির্ঘুম রাত শেষে কাজে কাজে কাটে সারাদিন—
গ্রীষ্ম-শীত, শরৎ-বর্ষা, পোড়া রোদ বা বরফে,
নিয়মিত রুটিনে ভোরে যেতে হয় কাজে।

বছরের শেষ আসে, কত পূজা-ঈদ চলে যায়!
বাড়ি ছাড়া প্রবাসী’র মন নীরবে কেঁদে যায়
স্বজনেরা দূরে সবাই— মনে পড়ে বারবার
তাদের আদর আর ভালোবাসা পেতে চায় আবার।

ইংরেজিতে পরিচয়: যুদ্ধা, ‘রেমিট্যান্স ফাইটার’,
পরিবারে পরিচিত বাবা,স্বামী, রোজগার।
প্রবাসীরা খেটে খাওয়া, পুরো ঘরের আলো
সবাইকে খুশি দেখে তাদের মন হয়ে যায় ভালো।