আমি নেতা, ধারালো ছুরির ধারালো অংশ,
দলের সকল বিপদ-সংকট করি আমি ধ্বংস
চিহ্নিত আমি সামনের সারির সাহসী সেনা
ঝরাই প্রাণ, লাল রক্ত– যুদ্ধক্ষেত্রে উঠাই ফেনা।
আমি দাম্ভিক? দম্ভ ভরে আদেশ করি আমি?
চক্ষু থাকে রক্ত বর্ণ, কড়াকড়ি বেশি?
আমি তোমাদের নেতা, সহজ পথের দিশারি
একত্রে, এগিয়ে যেতে এমন নির্দেশ করি।
আমি তো একটা আত্মা, হাজারো আত্মায় গড়া
তুলতুলে হৃদয়, ভালোবাসায় আমার বুক ভরা
আমি তোমাদের মুখে তাকিয়ে অন্তর দেখি
আকুতি- যেন সেখানে প্রিয় নামে থাকি।