রুটিন মাফিক কাজের মাঝে শুধু মৃত্যুর রুটিন নাই,
কখন প্রাণ চলে যায় আর আমরা দুনিয়া ছেড়ে যাই!
আব্বার আগে কতো পুত্র পলকেই মারা গেলো!
মৃত্যুর যেন মায়া-দরদ নাই, সিরিয়াল বোঝে না
কে ‘ভালো-মন্দ, ধনী-গরিব, গুণী-মূর্খ’ চিনে না।
মৃত্যু মানেই তো মানুষের নতুন জীবন শুরু হয়,
জীবন শেষ হবার ধারণা পুরোপুরি সঠিক নয়—
বরং, সবার থেকে মানুষকে সরিয়ে নেয় মৃত্যু।
অতঃপর নতুন জীবনে কেউ পায় সুখ, কেউ পায় আগুন,
শেষ! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।