ফালাক আপ্পি শুভ্র গায়ের;
নুসাইবার রং যেমন,
নুসাইবা যে চঞ্চল একটু
ফালাকের শান্ত-মন।
ফালাক হাসে দাঁত দেখিয়ে
নাম ডাকতে জানে না,
নুসাইবার যে পাখির কন্ঠ
আমায় ডাকে নানা!
সাফি'র সাথে খুব সখ্যতা,
খেলা করে দু'জন—
ঝগড়া লাগে, ভাঙ্গে আবার
কী যে মায়ার বাধন!