ট্রেন চলেছে ট্রেনের পথে
জোরে শব্দ করে,
ডানে-বামে খেয়াল নেই তার
কে বাঁচে আর মরে।
লৌহ পথের সরল পথিক
ছেড়ে যায় শহর-বন,
চলার পথে সামনে গেলে
আসবে তোমার মরণ।
বগীর ভেতর কত মানুষ!
ইস্টিশনে নামবে,
তখন আওয়াজ বন্ধ হয়ে
ট্রেনের গতি থামবে।