লজ্জা ভরা মানুষগুলো
ভীষণ মিষ্টি লাগে,
দেখলে তাদের মনের মাঝে
মায়া উঠে জেগে।
মুচকি হেসে তাকায় তারা
ধীরে বলে কথা—
কন্ঠ কত নরম তাদের,
মধুর শব্দে গাথা!
কত্ত শরম দেখো একবার,
একে রাখা চোখে!
পাশে বসলে লজ্জা যে তার
ফুটে উঠে মুখে।
নখ চেবানো, মাথা নিচু-
লাজুক লোকের স্বভাব,
এমন লোকের এই সমাজে
আজ যে বড্ড অভাব!