কয়েক শতক আগের কথা,
মরুভূ‌মি মা‌ড়ি‌য়ে
আমরা তখন ঘোড়ার পিঠে
যাচ্ছি ধূলো উড়িয়ে।

মোদের দেখে ঠুকছে সালাম
বৃদ্ধ-‌শিশু সক‌লে—
যোদ্ধা মোরা অস্ত্র সা‌থে,
খা‌লিদ ছি‌লেন সেই দ‌লে!

সেনাপ‌তি সামনে ছি‌লেন
তেজী ঘোড়ার পিঠ জু‌ড়ে,
যোদ্ধা সবার মন জোগা‌তে
‌মেত‌ে উঠ‌লেন গান-সু‌রে।

মিষ্টি মধুর সুরের কথা
লে‌গে‌ছে খুব অন্তরে,
মরুর বাতাস মে‌খে সে‌দিন
শুনেছি গান-কান পেতে।