তারপর, আমাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত হলো—
কিন্তু কোন জেলে? তাদের মাঝে দ্বন্দ বেধে গেলো!
আমি সীমাহীন মামলার এক আসামী; রায়'র উর্ধ্বে
ছুটেছি রাজপথে, জয় করে ভয় উঠেছি গর্জে
সত্যের নেশায় মিথ্যাকে চুরমার, তোয়াক্কা না করা—
নির্ভয়ে উড়েছি, ছুড়েছি; তবু দেইনি ধরা।
আমাকে শাস্তি দিতে নতুন বিধান লিখতে হবে
বিচারক; হাতে কলম ধরা আগে শিখতে হবে—
আমি জালেমের গৃহ পোড়া ছাইয়ে মেজেছি দাঁত,
সোনার গুদাম ভেঙ্গে- গরিব খাবে তাই এনেছি ভাত
প্রণামের বদলে লাল চোখ ছিলো ধূর্তের আতঙ্ক
যুদ্ধের জন্য ভরেছি গর্ত, খুড়েছি সুড়ঙ্গ।
এবারে আমাকে ফাসি দাও, নয় ফেলে দাও গর্দান
মরে যাবো আমি; অমর হয়ে থেকে যাবে প্রাণ!