আজ কলম থে‌মে যে‌তে চায়;
এই কল‌মের কান্না পায়—
কা‌লি দি‌য়ে আঁক‌লো রাজ্য
যার 'ফল' আজ দুঃখ পায়।
কলম ধ‌রে যুদ্ধ ক‌রে
বিজয় যখন এসে যায়,
কলম দূ‌রে ছু‌ড়ে ফে‌লে
'তরবারী' সব নি‌য়ে যায়!

ক্ষেত্র দখল কর‌তে গি‌য়ে
লিখ‌তে হয় কলম দি‌য়ে;
'যুদ্ধ হ‌বে কেমন ক‌রে,
ক্ষেত্র সাজ‌বে কী ক‌রে?'
রক্ত স‌ঠিক দাম পে‌লেও
কা‌লির মূল্য ভু‌লে যায়,
অপমান আর দুঃখ পে‌য়ে
কলম তখন হে‌রে যায়।