লক্ষ-‌কো‌টি সৈ‌ন্যের সা‌থে যুদ্ধ শে‌ষে বিজয়ী;
দখল করলাম আম্মার ছোট্ট একটা উদর, গর্ভ ঘর—
বন্ধী ঘ‌রে সবকিছু ছি‌লো বিশুদ্ধ, প‌বিত্র
একটা নি‌র্দিষ্ট কারাদন্ড শেষ হ‌লে মু‌ক্তি পাই,
নতুন জগ‌তে আগমন মূলত মুক্তি কে‌ড়ে নেয়
এখা‌নে মে‌নে নি‌লাম পরাজয়; বিজয়ী-যুদ্ধা
শু‌য়োপ‌োঁকা হলাম প্রজাপ‌তির সা‌রিতে ‌যে‌তে—
এই প্রাঙ্গ‌ণে যুদ্ধ বিরতিহীন, বিজয় মি‌লে না
ত‌বে পরাজ‌য়ে হা‌রি‌য়ে যায় উদর বিজয়ী,
আর বিজয়ী উড়ার ছাপ রে‌খে শেষ ক‌রে এই লড়াই—
ঐ প্রাঙ্গণে গমন হয়‌নি, সে আরেক যুদ্ধ‌ক্ষেত্র!
স্ব‌র্গের অ‌পেক্ষা'র যুদ্ধ ক‌রে-দুই দুইবার বিজয়ী,
নর‌ক হ‌তে মু্ক্তির হাহাকার, কী বিশাল সৈ‌নিক দল!
তারা ব্যর্থ সৈ‌নিক দল, মে‌নে নি‌বে শেষ পরাজয়।