মৃত্যুর পরে আমার এই আত্মাটারে
বৃষ্টিতে ভালো করে ধুয়ে নিবে,
সবুজ নরম একটা তোয়ালে এনে
সেই তোয়ালে-তে মুছে; মুড়িয়ে রাখবে—
জখম হওয়া এই আত্মা, যত্ন করবে;
একটু সাবধানে নাড়াচাড়া করবে,
পুরো আত্মা জুড়ে অসহ্য ব্যাথা!
আত্মার ভেতর কাঁচের পুরোনো স্বপ্ন,
এক শিশি আবেগ প্রেম-মিশিয়ে রাখা;
একটু সাবধানে উচু জায়গায় রাখবে।