আমাদের দুরন্তপনা এভারেস্ট করে সমতল
সাগরকে করে মরুভূমি, যেথা ভরা থাকে জল
আমাদের দুরন্তপনা উঁচু পাহাড়ের- ঘাঢ় সবুজ
ছুঁয়ে আসে মেঘমালা, আকাশ নামের নীল-বিশাল গম্বুজ।
আমরা দুরন্ত, ছুটে চলি ভাঙ্গা বেড়া পেরিয়ে
দুরন্তপনায় আগুয়ান হই দালানকোঠা মাড়িয়ে
আমরা ভুলে যাই পিছুটান, পেছনের দুর্বল স্মৃতি
এগিয়ে চলি সাহসী হয়ে, দূর করে ভয়-ভীতি।
আমরা দুরন্ত স্বভাবের থেমে থাকি না কখনো
চঞ্চল মন সামনে ছুটে চলে, যায় না তাকে ফেরানো
আমরা দুরন্ত, অলসতায় ডোবা কোন জাতি নয়
দুরন্তপনায় মেতে থেকে আমরা বিশ্ব করবো জয়।