গতকাল রা‌তেই মস‌জিদ গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে তারা;
ধ্বংস স্তূপের পা‌শ জু‌ড়ে কিছু জায়গা খা‌লি, ময়দান—
মাথার রুমাল বি‌ছি‌য়ে সালাত আদা‌য় শুরু ক‌রলাম,
আস‌রের ক্ষণ; নিয়ত ক‌রে বললাম 'আল্লাহু আকবার'।
রা‌তে ক‌য়েক হাজার র‌কেট ছু‌ড়ে‌ছে, চার‌দিকে লাশ!
আমি বেঁচে গে‌ছি বলে নামাজ ছাড়‌তে পার‌বো না,
রক্তাক্ত শরী‌র, মুক্ত এলাকায় সেজদা কর‌ছি—
এখ‌নো শত্রু এখা‌নে পৌছায়‌নি, পৌ‌ছে যা‌বে।

সেজদায় কপাল ঢুক‌তেই শু‌নি বিশাল আওয়াজ; বু‌লেটের!
শত্রু ঢু‌কে গি‌য়ে এখা‌নে পৌ‌ছে গে‌ছে ত‌বে—
সেজদা থে‌কে উঠ‌তেই মাথায় এসে আঘাত করে‌ছে,
টে‌নে রুমাল থে‌কে স‌রি‌য়ে বন্দী ক‌রলো আমায়
ঠে‌লে ঠে‌লে নি‌য়ে তু‌ল‌লো গা‌ড়ি‌তে, রক্ত ঝর‌ছে।

আফ‌সোস, আমার দু-রাকাত নামাজ বা‌কি থে‌কে গে‌লো!
কখ‌নো ক্বাজা কর‌তে পার‌বো কী— তা'ও জা‌নি না,
তার‌চে‌য়ে সেজদার সামনে বোমা মে‌রে উড়ি‌য়ে দি‌তো!