বইয়ের পর বই টেনে টেনে জীবন শেষ হয়ে যাক,
তবু পাঠাগারের ভালো বইগুলো শেষ না হোক
বৃদ্ধাঙ্গুলীর চাপে সব পৃষ্টায় কড়া দাগ পড়ুক
বইয়ের প্রতি তবু কোন বিরক্তি না আসুক।
অদৃশ্য অনুভূতি দৃশ্যমান হয়ে উঠুক
সেই বইগুলোর ছোট বড় শব্দের গায়ে গায়ে
বইয়ের অদৃশ্য হাসির সাথে সাথে মন হাসুক;
যখন কান্না পাবে, আমার চোখে অশ্রু ঝরুক।
ছোট্ট কুঠুরি তে বাস করা আমি-মানুষ -কে
বই নিয়ে যাক বাইরের বিশাল আকাশ-মহাকাশে
তবু বইয়ের সাথে আমার বসবাস শেষ না হোক
জীবন থেকে সব চলে যাক, তবু বই থেকে যাক।