এই বেলা মুড়ি খেয়ে নাও গো
কালকে আনবো ভাতের চাল—
পারলে সাথে গরুর গোস্ত,
টক দই, মিষ্টি আনবো কাল।
বেলুন বেঁচি সারাটা দিন
লাল-নীল হরেক রকমের,
মায়ের দামী ঔষধ কিনে
টাকা থাকে না ভাতের!
রুগ্ন মা'কে মিথ্যা বলি,
বোনকে দিই কত আশা—
বয়স আমার দশ হলো আজ
মনে একশো দুখ ঠাশা।
বাবা ছেড়ে চলে গেলো,
মা ভোগছে হাজার রোগে
বোনের ভীষন রাগ-অভিমান;
ভাইয়ের প্রতি অভিযোগে।