মৃত্যুকে ডেকেছি মিনতি করে
আত্মার দাম কত, বেঁচা হয় কোন দরে,
হাট বসে কোন হাটে, কোন তারিখ-বারে!
—জেনে নিলে লিখে দিতাম গল্প সব,
প্রতিদিন পোষে রাখো যে আত্মারে।
আত্মার মালিকানা দেহের হাতে কী,
নাকি ধোকাবাজ আত্মা দেহরক্ষী!
লাশ অসহায়-নিঃস্ব-হারিয়ে 'আত্মা',
মুক্ত হয়ে গেলে হয়ে যায় পক্ষী—
আত্মার আসলে রং, কাঠামো, রূপ কী!