ধু‌তি প‌রে‌ছি হিন্দু হ‌তে; মাথায় তু‌লে‌ টু‌পি
ল্জ্জা য‌দি হা‌রি‌য়ে যায়, টে‌নে ধ‌রো মোর ধু‌তি;
‌ছি‌ড়ে ফে‌লো সাদা টু‌পি, ভন্ড য‌দি ম‌নে হয়।

আতর মে‌খে‌ছি আতর, সৌদী আর‌ব থে‌কে‌ আনা—
এখন খা‌নিক বা‌ড়ি‌য়ে দিও ‌জিলা‌পি আর ছানা,
জাহান্না‌মের ভয় ক‌রো না স্বার্থ হা‌সি‌লের বেলায়
জান্না‌তের'ও খুব লোভী তুম‌ি, সেজদা ক‌রো ক্বাবায়!
মা‌য়ের পে‌টের দানা কে‌ড়ে‌ছো সুন্নতের না‌ম ক‌রে
বি‌বির গোলাম, দ্বী‌নের সেবক হ‌য়ে‌ছো দম্ভ ভ‌রে—
মূর্খ মানু‌ষ দূ‌রে স‌রে যায়, ভয় পায় ক‌ঠোরতা
মাসলা শু‌নি‌য়ে হ‌া‌তি‌য়ে নি‌চ্ছো তার মাথার ছাতা!
সাম্য মো‌টেও সহ্য হয় না, হিংসার ছড়াছ‌ড়ি?
আমি বি‌রোধী তোমার, হটাও আমায় তাড়াতা‌ড়ি।