বিভেদের সীমান্তে কাটাতার নাই
ঝুলিয়ে রাখা নরম সুতা'র গেট,
আমাদের মন, বুক সাহারার মতো;
বসন্তের পরিবেশ ধারণ করে—
আসুন, ভ্রমণ করুন হেটে হেটে
দেখুন চারপাশ কত রঙ্গিন, শান্ত!
ইচ্ছে হলে থেকে যান, ডুবে যান;
চোরাবালির ন্যায় দেখা মমতায়—
পুনরায় সীমান্ত না ডিঙ্গিয়ে।