প্রতিদিনের মত করে তোমাকে দেখি
তোমার হাসির মাঝে, হাজারো স্বপ্ন খুজি,
তোমায় ভালবেসে নিজের অস্তিত্ব অনুভব করি
আমার কি স্বপ্ন দেখতে বারন? নাকি স্বপ্ন পূরনে!
তোমার চোখে বর্ষার বাধ ভাঙ্গা জোয়ারের পানি
আমি নিস্তব্ধ, আমার অপরাধ হয়তো অনেক বেশি,
তোমার কান্নার শব্দে আমার হৃদয়ের রক্তক্ষরণ
তাহলে কি তোমার অ সুখের আমিই কারন?
ঐ চাদঁ মুখের মিষ্টি হাসি, বড় বেশি ভালবাসি
তোমাার গোমড়া মুখের আমি বিদ্বেষী
জানিনা কি কারন, আমাকে করেছ বারন?
না জানানোই কি তবে, তোমারই মনোবাঞ্চন।
ওগো চাঁদের নীলিমা, আমাকে করেছ হরণ
আমার কি তাহলে চাইতে বারন?
তোমার ভালবাসার তৃষ্ণার্থ,
আমি ভালবাসার অকারন।