চলো শুধরে নেই নিজেকে, বেলা ফুরবার আগে,
না হয় বিধ্বস্ত হতে হবে জাহান্নামের অনলের রাগে।
টানছে তোমায় সাদা পোশাক আর মৃত্তিকার গৃহ,
ফুরিয়ে গেলে বেলা, ছাড়তে হবে ধরণীর মায়ার স্নেহ।
যখন এক পা বাড়াচ্ছ সমুখে, মৃত্যু বসে আছে তীরে,
চেয়ে দেখ মরছে মানুষ, আছ তুমি তাঁদের ভীড়ে।
সালাত ছেড়ে, চলছ অদূরে, মানস পড়ে আছে ভয়ে,
মৃত্যুর পর সর্প দংশনে দেহ যেতে থাকবে যে ক্ষয়ে।
দেখ হে মুসলমান, তোমার জন্যে আছে জান্নাত,
চলো সৎ পথে চলি, তাহাজ্জুদে কাটিয়ে দেই রাত।
নয়তো জাহান্নামের অনলে পুড়ব তুমি আর আমি,
মাফ করে দাও আমাদের তুমি, হে মহান অন্তর্যামী!
তুমি যদি ক্ষমা না কর, তাহলে যাব কোথায় ফিরে?
তুমি আমায় কবুল করে নিয়ে চলো মুত্তাকীদের ভিড়ে।
আমার সাথে ক্ষমা করো মুসলমান আছে যেথায় যত,
চলো সালাতে দাড়িয়ে, পানাহ চাই, রহি সেজদারত।
গুনাহগারী চোখের বালি, তবুও মোরা বালিতেই মতি,
ব্যর্থ হয়ে আত্মহননে তাই মিটিয়ে যাই স্বীয় অনুভূতি।
'হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল' যথেষ্ট মোদের রব,
বেলা ফুরবার আগে তাই বেলা'কে করে যাও অনুভব।
নয়তো জাহান্নামের অনলে পুড়ব তুমি আর আমি,
মাফ করে দাও আমাদের তুমি, হে মহান অন্তর্যামী!
তুমি যদি ক্ষমা না কর, তাহলে যাবো কোথায় ফিরে?
তুমি আমায় কবুল করে নিয়ে চলো মুত্তাকীদের ভিড়ে।
আমায় তুমি দেখাও নবীর পথ; হতাম যদি আরবের ভূমি!
আমার বুকে হেঁটে যেতেন নবী, তাকিয়ে দেখতে তুমি।
হতাম যদি আরবের খর্জূর গাছ, ছায়া দিতাম নবীর তরে,
নবীর আদর্শকে বুকে মেখে যেন ধারণ করতে পারি অন্তরে।
তাই বেলা ফুরবার আগে বেলাকে করি সবে হৃদয়ঙ্গম,
নবীর আদর্শে রাহ পাড়ি দিলে সার্থক হবে এ জনম।
নয়তো জাহান্নামের অনলে পুড়ব তুমি আর আমি,
মাফ করে দাও আমাদের তুমি, হে মহান অন্তর্যামী।
তুমি যদি ক্ষমা না কর, তাহলে যাব কোথায় ফিরে?
তুমি আমায় কবুল করে নিয়ে চলো মুত্তাকীদের ভিড়ে।