আমি দেখিনি তো 52 যুদ্ধ,
           আমি দেখেছি 24 এর রক্ত,
52 যুদ্ধে দেশ হয় স্বাধীন,
          24  এসে চেয়েছি অধিকার,
  মুক্তিযুদ্ধ বাদে আমরা রাজাকার,
           52 ছিল এ কাহিনী মেলা,
বাঙালি চেতনা অন্ধ ছিল,
            আজ জেগেছে গর্জন দিয়ে,
চেয়েছি অধিকার বিসর্জন দিয়ে,
            শত মায়ের বুক খালি হয়েছে,
  আমরা জীবন দিতে শিখেছি ,
                শিখেছি যুদ্ধে নামতে,
বুঝেছি আজ কি ছিলাম,
                  রাজাকার বিসর্জন আমার?