চাইনি তো কোন ব্যথা,
              নিয়েছি তোমার কাহিনী মেলা,
   চিঠি লেখা বিবৃতি তোমার,
               উচ্ছাস দিঘী রঙিন মেলার,
    আকাশে নিঝুম রাহে অঙ্গ,
               বেদনার তীরে সবুজ কল্পনা,
     এই যে ছায়া নিঃশ্বাস বুঝেনা,
                  এসেছি তাহার ধ্বনি রূপে,
       রয়ে গেল সেই কিছু কথা,
                    কথা উপহাস যে বিশ্বস্ত থাকে,
       ভুল কথা লিখিও স্বপ্নের তীরে,
                    লেখা কথা যেন স্বপ্ন বুনি,
        তোমার ঝড়ে ক্লান্তের নিঃশ্বাস ছেড়ে