যখন চোখের সামনে হারিয়ে যায়,
অথচ হৃদয় ব্যথা ভোগে অবিরাম।
সমস্ত না বলা শব্দগুলো আটকে যায়,
কী ভাবে জানাই তার স্পষ্টতা,
প্রেমের প্রহরগুলো বেহাল,
নষ্ট ইচ্ছেগুলো সবুজ নদীর মতো।
জলের চাপে ভেঙে যায় কাঁটা পাথর,
কিন্তু মনে চিরকাল থাকে গভীর দাগ।
প্রেমের কাঁটা গেঁথে যায় ত্বকের নিচে,
আহলাদ, বিষাদ, রাগের চিহ্ন হিসেবে।
ভালোবাসার রঙ বদলায়,
একটা মেঘলা দিনে,
আর হৃদয়ের ভিতর থাকে
শূন্যতার এক বিশাল আঁধার।