আল্লাহর প্রেমে মগ্ন হও,
পাবে হৃদয়ের প্রশান্তি।
সালাত ও সিয়ামে জীবন করো পবিত্র,
মুছবে সকল পাপের গ্লানি।
কোরআনের আলোয় জীবন সাজাও,
হবে দুনিয়া ও আখিরাতের মুক্তি।
সবসময় আল্লাহকে স্মরণ করো,
কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ অভিভাবক।
তাহার পথে চলাই শান্তি ও সফলতার একমাত্র চাবিকাঠি।