এ জীবন কত কষ্টের,
পায়নি খুঁজে নিখুঁত আহার
অবিলনি এশান্ত বিমেলা
কষ্টের দুঃখের ছন্দ মেলা
হারিয়েছে পাহাড়ের শেষ প্রান্তে।
আজ এ অভিনয়ে নিষ্ঠুরতম নিকৃষ্টে,
জনমের দুঃখ বিভ্রান্তি আঙ্গা
এই পাহাড়ের বেদনা আন্ধেব
নিশি বেদনার আহারে
চায়নি এ মেলা বিষ স্বার্থের
ভুলেছি তবু এ কষ্টের কথা,
তাই আজ নিষ্ঠুরতার প্রকৃতির আঘাতের মেলা।