ভেবেছিলাম তুমি সূর্য হবে,
আমার রাত পোহাবে।
কিন্তু তুমি এলে দাবানল হয়ে,
সবুজটা পর্যন্ত পোড়ালে।
আলতো ছোঁয়ায় শুরু, শেষে ছিল আগুন,
ভালোবাসা ছিল কি, নাকি কেবল ফাঁদ বুন?
চোখে স্বপ্ন বুনেছি আমি, তুমি এনেছ ধোঁয়া,
সবকিছু আজ ছাই হয়ে গেছে—তোমার এক স্পর্শে ছোঁয়া।
মনে হয়, আমিই বোধহয় ভুল ছিলাম,
ভালোবাসা মানেই সর্বনাশ—এ কথা বুঝলাম।
আজ আমি পোড়া পাতা, নীরব এক গল্প,
যেখানে 'আমরা' শব্দটাই বরবাদ হয়েছে চুপচাপ কল্প।