আমি যেতে চাই
নিভৃত পল্লী তে।।
যেখানে আছে সবুজ শ্যামল
ফসলের মাঠ।
যেখানে কান পাতলেই শোনা যায়
পাখির কুহু কুহু কলতান।
যেখানে আমের মুকুলের গন্ধে
মন মাতান করে।