বন্ধু তুই আমার
      তোর সাথে চলি
তোর সাথে থাকি
       নাই কোনো বিভেদ
তোর সাথে আজ
       রাগ কাল মিল
রাগ করে থাকতে পারিনা বেশি দিন
       তাইতো তোর  নাম বন্ধু