যুদ্ধ !
যুদ্ধ মানে ধ্বংস,
প্রবল প্রলয়ে সবকিছু তছনছ হয়ে যাওয়া,
নীল আকাশে নিকষ কালো মেঘ জমে যাওয়া।

যুদ্ধ!
শুধুই কি ধ্বংস? শুধুই কি প্রলয়?
যুদ্ধ হলে ঝরে যায় তাজা প্রাণ,
মা হয় সন্তান হারা,প্রমিকের বুক হয় খালি।
রয়ে যায় স্মৃতিতে অম্লান।

যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
যারা যুদ্ধ চায়,তারা যুদ্ধে যায় না,
যারা যুদ্ধে যায়, তারা যুদ্ধ চায় না,
দিনশেষে মৃতের খবর কেউ রাখে না।


যুদ্ধ! আমি যুদ্ধ চাই,যুদ্ধ!
আমি কাশ্মীর দেখি নি,
আমি লাইন অব কন্ট্রোল চিনি না,
প্যালেস্টাইন কি, তা জানি না
আমি যুদ্ধ চাই, যুদ্ধ!

আমি শাসকের সাথে যুদ্ধ চাই,
শোষণের বিরুদ্ধে যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ!
যে যুদ্ধে বুলেট থাকবে না,
থাকবে একরাশি ভালোবাসা!

আমি প্রলেতারিয়েতের সাথে যুদ্ধ চাই
পুঁজীবাদের বিরুদ্ধে যুদ্ধ।
সাম্যের যুদ্ধ,
যে যুদ্ধে গ্রেনেডের প্রতিটি স্প্লিন্টার ফুল হয়ে ফুটবে।


যুদ্ধ হবে সমানে সমান,
ধরনী হবে শান্ত,সত্য হবে চিরন্তন
সন্তান ফিরবে ঘরে,পাখী তার নীঁড়ে।
জয়োধ্বনি ছড়িয়ে পড়বে সাত আসমান।
শোষক হবে শাসক,প্রজা হবে রাজা।
পৃথিবী হবে সাম্যের আর রবে এক রাশ ভালোবাসা।