ভয় নেই প্রিয়তমা,
সুদূর সাইবেরিয়া থেকে আলাস্কা,আমি ফুল ফোটাবো তোমার জন্য।
ভয় নেই প্রিয়তমা,
চেরনোবিলে আমি উদ্যান বানাবো,থরে থরে সাজানো থাকবে ফুল ,শুধু তোমারি জন্য।
ভয় নেই প্রিয়তমা,
তিউনিশিয়ায় আমি বিপ্লব ঘটাবো,প্রেমের বিপ্লব,শুধু তোমার জন্য।
ভয় নেই প্রিয়তমা,
আমি এন্টার্কটিকার বরফ গলাবো,শুধুই তোমার জন্য।
আমি এমন ব্যবস্থা করব,
রাইফেল থেকে ফুল ঝরবে।
আমি এমন ব্যবস্থা করব,
গ্রেনেডের স্প্লিন্টারে ছড়িয়ে পড়বে ভালোবাসা।
আমি এমন ব্যবস্থা করব,
স্মোক গ্রেনেডের ধোয়ায় ছড়িয়ে পড়বে ফুলের সুবাস।
আমি এমন ব্যবস্থা করব,
বোমারু বিমান থেকে ঝাকে ঝাকে ফেলা হবে কালো গোলাপ,তোমার উঠানে।
প্রিয়তমা,
একগুচ্ছ কদম হাতে বৃষ্টিতে ভিজতে চাই তোমার সাথে।
প্রিয়তমা,
তোমার উষ্ণ প্রশ্বাস অনুভব করতে চাই প্রতি রাতে।
প্রিয়তমা,
তোমার ঠোঁটে আলিংগন করাতে চাই আমার ঠোঁট,
প্রিয়তমা,
তোমার কাছে জানাতে চাই আমার সকল অনুযোগ।
এখনো তোমার সাথে হাজার রাত জাগা বাকি,
রাতের তারা গুলোকে সাক্ষী রেখে অনেক ভালোবাসা দেয়া বাকি,
এখনো গায়ে জ্যোৎস্না মাখা বাকি,
তোমার হৃদয় মাঝে ডুব দেয়া বাকি।
এখনো তোমার চুলের ঘ্রাণ নেয়া বাকি,তোমার শরীর অনুভব করা বাকি,
প্রিয়তমা তোমার ভালোবাসায় এখনো বিশ্বজয় করা বাকি।