অপেক্ষা,
প্রেয়সীর একখানা বার্তার অপেক্ষা।
হাজারো বার্তা উপেক্ষা করে প্রেয়সীর একখানা বার্তার অপেক্ষা!
আমি এক গরীব জেলে,জীবন নামক সমুদ্রে আশা নামক জাল ফেলে নিরাশা নামক মাছ ধরি।
একরাশ নিরাশা, বুকভরা অভিমান,
নিমিষেই ধূলিস্যাৎ করে দিতে পারে প্রেয়সীর একখানা বার্তা।
চাতক পাখির মত চেয়ে রই,পরিশেষে হতাশ হই,
কখনো কি আসবে না তোমার বার্তা?

আকাঙ্ক্ষা,
প্রেয়সীকে এক নজর দেখার আকাঙ্ক্ষা।
মস্তিষ্কভর্তি প্রলোভন আর পাহাড়সম লোভ,শুধু একটিবার দেখার প্রবল আকাঙ্ক্ষা!
ঝিমিয়ে পড়া হৃদয়ের এট্রপিন যেন প্রিয়তমার দর্শন,
প্রেয়সীর হাসিমাখা মুখ,সে যেন এক অপরূপ নিদর্শন।

প্রেয়সী তুমি বড়ই নিষ্ঠুর,
তোমার ছলনায় জ্বলছি আমি নিদারুণ।
আমার ছটফটানি তোমার কাছে কি এতই মধুর?
অপেক্ষা, আকাঙ্ক্ষা,
উপেক্ষা, বিচ্ছেদ,
একই মুদ্রার এপিঠ ওপিঠ।
তোমার আমার ভালোবাসা দূর থেকেই সুন্দর,
যত কাছে আসি ততোই কুৎসিত।
প্রেয়সীর বার্তা কিংবা দর্শন কোনটাই চাই না,
চাই না তোমার আমার কিছু হোক,কেননা তুমি কখনো আমার ছিলেই না।