প্রত্যাশা শূন্য জীবনে তুমি এসেছিলে হঠাৎ,
বৈরী হাওয়ার ফুৎকারে তা লহমায় ভূমিসাৎ।
এতদিন তোমাকে নিয়ে কল্পনার জগতে যে রাজ্য গড়ে তুলেছিলাম,তার কোন মাথা মুন্ডু নেই,বুনিয়াদিই নেই।
সামান্যকে অসীম গণ্য করে বেঁচে থাকার চেষ্টা, সে তো আমার আদি স্বভাব,তা তোমার অজানা নয়।
তোমার হাত স্পর্শ করার যে তীব্র বাসনা কিংবা গোধূলিলগ্নে সন্ধ্যা বিলাসের যে তীব্র আকাঙ্ক্ষা,তা কলুষিত করেছে তোমার মিথ্যে বয়ান।
আমার হৃদপিণ্ড ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাচ্ছে ক্ষনিকের স্মৃতি, খেয়ে যাক!
যে যন্ত্রণা বয়ে যাচ্ছি নীরবে তা সইবার শক্তি আর নাই।
খেয়ে যাক এই হৃদপিণ্ড! না থাকবে হৃদপিণ্ড না থাকবে যন্ত্রণা।
আজকাল বহুরাত আমি নির্ঘুম কাটাই,কেননা,গভীর নিশীথের নির্ঘুম প্রহরই আমাকে তোমার নিবিড় সান্নিধ্যে নিয়ে যেতে পারে।
তাই ভেবেছি আমি জেগেই থাকব,প্রতিদিন প্রতিরাত।
তাহলে,তোমার অস্তিত্ব আমার শিরায় শিরায় ফুটবে আলৌকিক বুদ্বুদের মতো।