অনন্ত অসীমে যদি পারতাম যেতে,
সকল পিছুটান ছেড়ে,
জগত সংসারের মায়া ত্যাগ করে,
কবেই তো যেতাম আমি চলে।
দায়িত্ব ও কর্তব্যের ভারে,
যাচ্ছি আমি নুয়ে।
ভেংগে গিয়েছে সকল সীমা,আর পারছি না
তাহলে এ ভার বইব কি করে?
মগজ রেখেছি খুলে,
মরে গিয়েছে সকল মুক্তচিন্তা।
গলায় বিধেছি কাঁটা,
আওয়াজ হয়েছে সরু।
চিন্তা করা বাড়ন
এত কথা! আসে কোত্থেকে?
স্বকীয়তাকে দিয়ে কবর চাপা,
মাথা পেতে নিয়েছি গুরুজনের কথা!
শ্বাস থাকলেই জীবিত হয় না।
মনুষ্য গর্ভে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না
স্বকীয়তা না থাকলে,
স্বাধীন দেশেও স্বাধীন হওয়া যায় না!