শতকালের আন্ধার হাতড়াইতে হাতড়াইতে আলোর দেখা না পাই,
ক্লান্ত পরিশ্রান্ত হইয়া যাই,হাপাইতে হাপাইতে জিহ্বা জানুর কাছে নাইমা আসে,
নিকষ কালো আধার পায়ে শিকল বাইন্ধা রাখে,ছুইটা যাইতে না পাই।
আলো ছাইড়া আন্ধারে ঢুকবার স্বভাব যার,
আন্ধার ঠেইলা আলোতে আসা এতই কি সহজ তার?
সকল জীবনীশক্তি ধূলিস্যাৎ কইরা মুমূর্ষুদের দলে মিলাইয়া যাওয়া যার স্বভাব,
সে কি সহসায় আন্ধারের শিকল ভাইংগা আলোতে আসবার পারে!
সহস্র যুগের সংগ্রামের ইতিহাস,মিথ্যা না,চারটে খানি কথাও না,
এ সংগ্রাম বৃথা যাইবার পারে না।
যে মানুষ আমাবস্যার রাইতে ঘরে থাকে না,
সে মানুষ আন্ধারে ভয় পাইবার পারে না।
যে নবী আগুনে ঝাপ দিবার পারে,
তাঁর অনুসারী অবিশ্বাসী না।
যে মানুষ জানোয়ার পোষ মানাইবার পায়,
সে মানুষ অন্যের পোষ মানবার পারে না।
হাজার বছরের সংগ্রামী মানুষের প্রতিনিধি আমি,
তিমির আমারে গিলতে পারবে না।
আন্ধারের শিকল গুড়া কইরা ফেলব,
চিরকালের বাজে স্বভাব ছুইড়া ফেলব,
আন্ধার ঠেইলা আলোতে আসব,
বিজয়ীদের কাতারে নাম লিখাইব,কেউ তো রুখবার নয়।