আমি কবি
না কোন বিখ্যাত কবি নই
রাস্তার ধারে পরে থাকা জারজ শিশুর অধিকারের ছবি
আমি কবি
না প্রেমের নই
যৌনতা আমার ক্ষুধার্ত দেহে আসে না
প্রিয়ার চোখ আমার কাছে রসগোল্লা বই অন্য কিছু নয়
আমি কবি
তবে উচ্চবিত্তের সম্পদশালী তাবেদার  নই
আমি হলাম শ্রমিক যার ঘাম রক্তে ভিজে তৈরীহয় ইমারত দালান
আমি কবি
তবে রাজনীতির ডানেবামে অচল
আমার চোখ কেবল খাদ্য খোঁজে
দেশে নেতা বা জনস্রোতের অভাব নেই
আছে কেবল শিক্ষার অভাব
আমি কবি
কোন জিপিএ ৫ পাওয়া বুদ্ধিদিপ্ত ছাত্র নই
আমার নেশা কেবল সুকান্ত নজরুলে
বিবি ঘোষ আর রেনমার্টিনকে কবরচাপা দিয়েছি
আমি কবি
শত সহস্র আন্দোলনের এক নিরব পথিক
ঝা-ঝা রোদে রাজপথ আলোড়নকারী এক কর্মী
আমি নাস্তিক নই আস্তিক
তবে স্রষ্টাতত্ত্ব নিয়ে মোল্লা/পুরুতের মুখে ঝামা ঘষা ব্যক্তি
আমি মানব
কোন চন্দ্র,সূর্য,তারকারাজি নই
ডুবন্ত তারকারাজি কেবল ক্ষনিকের আলো দেয়
আমিতো ক্ষনিকের জন্য জন্মে নি
আমি ভিখারি
অধিকার ভিক্ষা করি
আমি কবি
খেটে খাওয়া মানুষের কবি