আমি দুর্বার, আমি যুদ্ধ,
আমি নিজের মাঝে নিজেকে হারিয়ে
আজ কেন তব ক্রুদ্ধ?
আমি ক্রন্দন, আমি জিগিংসা
আমি পথহারা পথিকের ন্যায়,
নিজেকে করি হিংসা।
আমি লয়, আমি আলো
তোমাকে নিয়ে ছলনা করিয়া
নিজেকে বেসেছি ভালো।
আমি নির্মম, আমি বিপ্লব
আমি পরাজিত বটবৃক্ষের মাথাভাঙ্গা
সেই পল্লব।
আমি অগ্নি, আমি ঝঞ্ঝা
আমি বেকার রাজ্যের রাজার সেই
ছেঁড়া পাতার
রোজনামচা।
আমি মনন, আমি চিন্তা
আমি আন্দোলনে কাটিয়ে দেই
আমার সকল দিনটা।
আমি ভক্ত, আমি শক্ত
আমি কাঁটাতারে তব
লেগে থাকা
ফেলেনির ফোঁটা রক্ত