বঙ্গবন্ধু তুমি মিশে আছো বাংলার সবুজে
শ্বেতশুভ্র আকাশে এক উজ্জল নক্ষত্র হয়ে
বঙ্গবন্ধু তুমি মিশে আছো বৈপ্লবিক চেতনায়
রক্তিম চিঠি হয়ে
বঙ্গবন্ধু তুমি মিশে আছো আতুরঘরের শিশুর কান্নায়
নিভৃত পাখির পালকের ন্যায়
বঙ্গবন্ধু তুমি মিশে আছো বাংলার বাতাসে
বিপ্লবের সুগন্ধ নিয়ে
বঙ্গবন্ধু তুমি মিশে আছো প্রভাতের সূর্যে
বিস্মৃত দিগন্ত ছুয়ে
বঙ্গবন্ধু তুমি মিশে আছো শ্রমিকের ঘামে
তপ্ত বিদগ্ধ হৃদয়ে
বঙ্গবন্ধু তুমি মিশে আছো কালবৈশাখী ঝড়ে
খোলা তরবারির ন্যায়
বঙ্গবন্ধু তুমি শ্লোগানে
হৃদয়ভেদী আহ্বানে
বঙ্গবন্ধু তুমি মিশে আছো আমার দৃষ্টিতে
দশ দিগন্তজুড়ে বিস্মৃত বাংলার বুকে