আকাশ টা মেঘলা ছিল
ধরিত্রী ছিল বর্ষণের অপেক্ষায়
মেঘগুলো দুরন্ত
বাতায়ন নিস্তব্ধ
কবি তার পংতিমালা সাজিয়ে বসে আছেন
তার মীনের অপেক্ষায়
মীন ছিল সে
নয়কো মানবী
অপ্সরার মত
আকারহীন নিরাকার
কবি আজ তার কলমটি
তুলে রাখলেন
তার অপ্সরার অপক্ষায়
অপ্সরা তাকে কথা দিয়েছে
তার হাতে সাজিয়ে দিবে
কিছু পংতিমালা
যেগুলো সাধারণ হবে
তার মাঝে লুকায়িত থাকবে কিছু
ভালবাসার বাণী