দিব্যি দেখালি রঙ্গ লীলা,
সেজে নবীন সং।
রূপ নেহারী রূপের ছ'টায়
করলে কত ডং।
আতশবাজির খেলা চলে
নবীন আগমনে।
তোমার মায়াজালের মোহে
জল জড়ে নয়নে।
এমন পাকা খেলায় তুমি
ছিল না মোর জানা।
পোড়াও হৃদয় যেমন খুশি
নেই যে কোন মানা।
হাঁসি নিলে, বিষাদ দিলে
কিবা বাকি আর।
জীবন খানা যাওনা নিয়ে
ছাড়ি এ সংসার।
আমার লেখায় নাইযে মলাট,
ছেড়া পান্ডুলিপি।
তুমিই হয় মলাট হয়ে
করে দিও ইতি।
তোমার প্রেমের বিষে
আমার হৃদয় অর্থহীন।
আমি তোমায় নিয়েই লিখি
থাকুক শিরোনামহীন।