যদি এখনো মনে পড়ে তারে
খুলে দেখি এই চিরকুট
হয়তো লিখার মত অবস্থা নেই
তাই দেয় না হয়তো কোন উত্তর
হয়তো মন থেকে সে আর বলে না সরি
আমি তবুও রোজ অপেক্ষা করি।
নিরাশা নিয়ে রোজ রই বেঁচে,
একদা যখন যাব প্রবীণ হয়ে
এই চিরকুটের শব্দ যাবে ক্ষয়ে।
পেন্সিলে লিখা কালিগুলো যদি মুছে যায়।
সেদিন হয়তো লিখতে ইচ্ছে হবে তার।
কিন্তু পেন্সিলের ভাঙ্গা শিষ
খুজে পাবে না পেন্সিল কাটার।
এভাবেই ব্যর্থ হবে সেদিন হয়তো সে।
আমিও হয়তো ভাববো,
ছিল অতীত কেবলই সে।
এভাবেই রোজ করি অপেক্ষা একবার।
জানি সে আসবে না কোনদিন আর।
তবুও নিজেকে শান্তনা দেই রোজ।
যদিও সে নিবে না কোন খোজ।
শুধু ভাবি, ভালো ছিল চিঠির দিনগুলো
গোছালো ছিল পেন্সিল কাটার আর রংকালিগুলো
শুধু হারিয়ে গেল সেই মানুষটা
রয়ে গেল সব স্মৃতি
নিমন্ত্রন রইলো প্রিয়
এসো একদিন
হয়ে নিতান্তই এক অতিথি।