সন্ধ্যাতারা,
ভুলে গেছো আমায়?
কি হলো!
কথা কইবে না?
নাইবা কইেল!
তয়, একটাবার
মুখখান ফিরাইয়া চাও।
পায় ধরি তোমার,
ও সন্ধ্যাতারা!
তুমি না জানতা,
আমি মান ভাঙ্গাইতে পারি না,
তারপরেও মান কইরা আছ!
আমারে দুঃখ দিবার লাগি?
তাই না!!
ও সন্ধ্যাতারা!
একবার দেহো!
আমি তোমার জন্য,
হাসনাহেনার সৌরভ নিয়া,
অপেক্ষায় আছি!
তোমার জইন্যে বকুল ফুলের
মালা গাইথা রাখছি,
শুকাইয়া যাইতাছে।
তারপরেও চাইবা না?
একটাবার চাও না!
কি এমন ক্ষতি হয় চাইলে?
চাওনা একটাবার!
ও সন্ধ্যাতারা!
পায় ধরি তোমার,
পায় ধরি!!