তুমি প্রজাপতি পাখি
আঁখি ছলছলে; দূর্লভ রং,
আমি নিদারুণ দহনে জ্বলি
পোড়ায় স্মৃতি, স্মৃতির স্বরস্বতী
কপালে তার সিদুরের ছাপ; মনে হয়
চাঁদের কপালে একফোটা রক্তবিন্দু।
জমাট আক্ষেপ কেবলই নিরর্থক,
তার চাহনির মায়াজালে।
স্মৃতি যেন অগ্নিপরীক্ষা, ওগো স্বরস্বতী
এমন কেন তুমি!! স্মৃতি না হয়ে
আপন হলেই; সুখী হতাম আমি
তুমিহীন একরাশ বিষাদ দিলে, ওগো স্বরস্বতী।
ছায়া জুড়ে তোমার শাড়ী উড়ে ওগো,
বাতাশে ভাসে এলোচুল।
মৃত্তিকা জুড়ে তোমার পদচিহ্ন,
আমারে করে আকুল।
আমারে তুমি মনে রাখ কিবা,
না রাখো চোখের জলে।
স্বরস্বতী হয়ে রও বুকে রও,
সব যাতনা রই ভুলে।