পান্নাবালা!
কুয়াশায় ঢেকে গেছে রোদ
অবেলায় এসে গেছে সন্ধ্যা।
স্মৃতির চাদরে ঢেকে গেছে প্রেম
উত্তরের বাতাসে উবে গেছে স্বপ্ন।
কেবল স্মৃতিরা বুদবুদ করে মাথা নাড়ে
রোজ হিমশীতল ছোয়া দেয় জলের।
আলো নেই, কেউ ভালো নেই।
গল্পেরা গেল ছুটি।
এক নিমিষেই সূর্য উঠতো যদি
তোমার চোখে ভাসলে প্রেমের নদী।
এমন কেন হয়নি একটিবারো?
স্বপ্ন মলিন খাম খুজি আবারো।
খামের উপর লেপ্টে যাওয়া কালিই লেখা
তোমার আমার নাম,
খামের ভেতর কাগজটাতে গুছিয়ে লেখা
মিথ্যে কথা, প্রেমের হাজার নাম।
এমন কেন মনে হয় আমারই,
আমি কি কেউ ছিলাম না তোমারই?
লিখে ফেলা কালির খরচ চুকে যদি যেতো!
মলিন কাগজ সাদা হয়ে খাতায় ফিরে যেতো!
সাথে যদি সময়টাও ফিরে পাওয়া যায়,
তবে মুছে দিব পান্নাবালা নাম,
নাহয় রশিদ করে চুকিয়ে দিব
শূন্য প্রেমের দাম।