পান্নাবালা!
নিমজ্জিত মেঘের প্রস্রবনে
যেদিন প্রেম রচনার শেষ পৃষ্ঠা রচিত হবে।
মনে রেখো,
সেদিন তোমার আকাশ বিদীর্ণ
এক গোরস্তান হয়ে উঠবে।
জীবন হয়ে উঠবে নরক যন্ত্রনাময়।
আকাশে থাকবে না কোন মেঘ
থাকবে না কোন প্রেম
না কোন আশার সূর্য।
মাটি থেকেও অনেক দূরে রবে তুমি।
সেদিন কি আদৌ আমি রবো!
নাকি গলে পঁচে যাব,
ঐ গোরস্তানের মাটিতে।