পান্নাবালা!
বিষাদের হেমন্ত বিদায়ে যেমন,
তীব্র শীতের প্রকোপ আসে তেঁড়ে।
তুমিও যদি আসতে তেমন,
সবকিছু কে ছেড়ে।
আমি তোমায় গায় জড়িয়ে
নিতাম করে চাদর।
মায়ের হাতের পায়েস দিতাম
সাথে অনেক আদর।
আমি নাহয় মানিয়ে নিয়েই
চুপটি করে গেলাম।
নাহয় আমি সব হারানো
নাইবা তোমায় পেলাম।
তোমার কাছে প্রশ্ন হাজার
তাও ফিরিয়ে নিলাম।
জানার কোন নেই যে মানে
কবে আপন ছিলাম।
শীতে তোমার নাকের ব্যামোর
যাত্রা যদি থামে।
আমি নাহয় শিরনি দিলাম
পান্নাবালা নামে।