রক্তজবার ঘ্রান নেই, তবুও সে
উজ্জ্বল হয়ে শুভ্রতা দেয়, আমার প্রাণে
তেমার ভাললাগার ফুল তাই,
তুমি তো হৃদয়ের ফুল ছিলে,
নিষিদ্ধ হলে তাই!
খোপাতে কারো ফুল গুজে দেয়া
আমার কর্ম নহে, তোমাকে সুবাসিত করা
আমার পরানে চাহে, সাধ্যে না সহে।
তারার সাথে উসকানি দেয় পোকার দল
সেই কারনেই ছিন্ন হয় রাত্রিদল।
কাকতাড়ুয়া কখনো জামা বদলায় না,
আমি তোমার কাকতাড়ুয়া, বদলাব না তোমাকে
তুমিতো গৃহস্থালির এটো ভেবে
ছুড়ে দিলে আমাকে; এতটা অযত্নেও নেই
বিন্দুমাত্র আক্রোশ, রবে ভালবাসা।
আমি চৌচির হয়েছি গ্রীষ্মের খড়ার মত,
ফেটেছি ভাঙ্গা হাড়ির মত।
তবুও তোমার স্মৃতিতে আমি জ্যান্ত
আমাকে ভুলে থাকো প্রিয়, আমি প্রেমিক
তোমাকে ভালবেসেই নাহয় হলাম ক্ষান্ত।