আমি শব্দ করে হাঁসতে জেনেও,
নিশব্দে কাঁদি।
চাই শুধু হায়, অবুজ হিয়ায়;
তোমায় পেলেই বাঁচি।
এমন কেন হাঁসির শব্দ,
ভীষন ঝাঁজ আর তেজি।
লাগাম টেনে ঘোড়ার পিঠে,
চাবুক চালাও বেশি।
ঝড় আসে হায়, তালের পাতায়;
সুর ওঠে সাই সাই।
রক্ত চাবুক বুকে বসাও,
ফুলেল হেঁসেই যাই।
আমার চোখে শীর্ণ আভা,
পথে অন্ধকার।
শব্দ হাঁসি পথ ভুলিয়ে,
তোমায় লুকায় তাই।
আমার স্বরে দম ফাঁটানো,
হারানোর চিৎকার।
শব্দ করেই হাঁসো তুমি,
আহা! চমৎকার!
নিরব কান্নায়, বুকের দহন;
চোখের জলের খেলা।
আমার বুজি শেষ হলো আজ,
শব্দ হাঁসির পালা।