ক্ষমতা চেপে রেখে হাতে
পুড়িয়ে মারি মানুষ।
একটা পরিবার পুড়ে ছাই হয়
তারপরও তাদের হয়না হুঁশ।
হাসিমুখে পুড়ে একটা পুরুষ
বাঁচার নেই কোন আকুতি,
তার স্ত্রী-সন্তান পুড়েছে, সেও পুড়ছে
শুধু পুড়ে যায় না এ নোংরা রাজনীতি।
ক্ষমতায় টিকে থাকার নীতি
কেবলই যদি পোড়ায় মানুষ আহা!
আমরা কি জাহান্নামে নেই?
ক্ষমতা চিবিয়ে খা!
যে মরেছে, সে বেঁচে গেছে
চওড়া দামের বাজারে।
একটা পুরুষ পুড়ে দেখালো
কতটা সস্তা আমরা এঘরে।
গোপীবাগের ট্রেনে চিৎকার যদি
ছুয়ে যায় আরশে আজীম,
জবাবের জন্য প্রস্তুতি নাও
আসবে তোমারও শাস্তির দিন।
এত এত নীতি, এই পরিনতি হলে
রাজনীতি হোক বন্ধ।
স্বাধীন হওয়া পরাধীন এ দেশে বন্ধ হোক
ক্ষমতা লোভের দন্ধ।
★★শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ★★
লেখা: ক্ষমতা লোভের দন্ধ
তারিখ: ০৬/০১/২০২৪
(মান্দাই লিংক, সিঙ্গাপুর)